ইতিহাস। দ্বাদশ শ্রেণি। চতুর্থ সেমিস্টার। ইউনিট - ৪
![]() |
| দ্বাদশ শ্রেণি চতুর্থ সেমিস্টার ইউনিট - ৪ |
সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর
ইউনিট - ৪ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ
৪.১) আলীগড় আন্দোলন, মুসলিম লীগ ও হিন্দু মহাসভা :
সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন। প্রশ্নের মান ৩ :
- আর্য সমাজের ‘শুদ্ধি আন্দোলন’ বলতে কী বোঝো। এই আন্দোলনের উদ্দেশ্য কি ছিল?
- আলীগড় আন্দোলন কী? এর উদ্দেশ্য কী ছিল?
- ‘সিমলা দৌত্য’ কী? এর ফলাফল কী হয়েছিল?
- থিওডোর বেক কে ছিলেন? আলীগড় আন্দোলনে তার ভূমিকা কী ছিল?
- ‘দ্বিজাতি তত্ত্ব’ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য উল্লেখ করো।
- হিন্দু মহাসভা কেন গড়ে উঠেছিল?
- মুসলিম লীগ গড়ে তোলার উদ্দেশ্য কী ছিল?
সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন। প্রশ্নের মান ৪ :
- সৈয়দ আহমেদ কেন পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন?
- আর্য সমাজে কিভাবে হিন্দু জাতীয়তাবাদের উত্থান ঘটে?
- সাম্প্রদায়িক বাটোয়ারা বলতে কী বোঝো? এর মূলনীতি গুলি কী ছিল?
- মুসলিম লীগের লাহোর প্রস্তাবে কী বলা হয়েছিল? এর গুরুত্ব কী?
- হিন্দু জাতীয়তাবাদের উত্থানে আর্য সমাজের ভূমিকা কী ছিল?
- হিন্দু মহাসভা প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো। ভারতের ইতিহাসে হিন্দু মহাসভার প্রভাব ব্যাখ্যা করো।
সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন। প্রশ্নের মান ৮ :
- আলীগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা বিশ্লেষণ করো।
- মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করো।
- হিন্দু মহাসভা প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো।
- লখনৌ চুক্তির মূল কথা কী ছিল? লখনৌ চুক্তির শর্তাবলী ও গুরুত্ব বিশ্লেষণ করো।
৪.২) জাতীয় রাজনীতির উত্থান—১৯১৭ সালের পূর্ব ও পরবর্তী সময়কাল :
সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন। প্রশ্নের মান ৩ :
- জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা কী ছিল?
- জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় লর্ড ড্যাফরিনের ভূমিকা কেমন ছিল?
- স্বদেশী ও বয়কট আন্দোলনের মধ্যে পার্থক্য উল্লেখ করো।
- নরমপন্থী আন্দোলনের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো।
- নাসিক ষড়যন্ত্র মামলা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
- ‘ড্রেন অফ ওয়েলথ’ তত্ত্ব কী?
সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন। প্রশ্নের মান ৪ :
- বাংলার বিপ্লবী আন্দোলনে বিভিন্ন গুপ্ত সমিতির ভূমিকা আলোচনা করো।
- কেন ভারতের জাতীয় কংগ্রেসকে ‘উচ্চবিত্তদের সংগঠন’ বলা হতো।
- বাংলায় বিপ্লবী আন্দোলনে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকীর অবদান সংক্ষেপে লেখো।
- ভারত সভা গঠন ও তার গুরুত্ব সংক্ষেপে লেখো
- সেফটি ভাল্ব তত্ত্ব কী?
- সুরাট বিচ্ছেদ (১৯০৭) কেন হল?
- লাল বাল পাল কাদের বলা হয়? কেন বলা হয়?
- গদর পার্টি কে কি উদ্দেশ্যে গঠন করে? এর গুরুত্ব লেখো।
সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন। প্রশ্নের মান ৮ :
- জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি বিশ্লেষণ করো।
- জাতীয় কংগ্রেসে চরমপন্থীদের উৎপত্তির কারণ আলোচনা করো।
- ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদের বিকাশে বালগঙ্গাধর তিলক এর ভূমিকা কী ছিল?
- ভারতের চরমপন্থী মতবাদের প্রসারে বিপিনচন্দ্র পালের ভূমিকা আলোচনা করো।
- ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম কুড়ি বছরের কার্যাবলীর মূল্যায়ন করো।
- বাংলায় বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও।
৪.৩) ভারতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব :
সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন। প্রশ্নের মান ৩ :
- রাওলাট আইন কী? এই আইন কেন পাস করা হয়?
- অসহযোগ আন্দোলনের লক্ষ্য কী ছিল?
- গান্ধী আরউইন চুক্তির পটভূমি বিশ্লেষণ করো।
- সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কী?
- পুনা চুক্তি কেন প্রণয়ন করা হয়? এর গুরুত্ব কী?
- সত্যাগ্রহ বলতে কী বোঝো?
- জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড এবং তার প্রতিক্রিয়া কি হয়েছিল?
- মোহাম্মদ আলী জিন্নাহর ‘চোদ্দ দফা’ বলতে কী?
সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন। প্রশ্নের মান ৪ :
- গান্ধীজী কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? এর প্রতিক্রিয়া কী হয়েছিল?
- ডান্ডি অভিযানের উদ্দেশ্য কি ছিল? ভারতের ইতিহাসে এর গুরুত্ব কী?
সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন। প্রশ্নের মান ৮ :
- ভারতীয় অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের কীরুপ প্রভাব পড়েছিল?
- সাইমন কমিশন কেন গঠন করা হয়েছিল? এই কমিশনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কেমন ছিলো?
- অসহযোগ আন্দোলনের পটভূমি বিশ্লেষণ করো।
- অসহযোগ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন?
- আইন অমান্য আন্দোলনের কারণগুলো আলোচনা করো।
- আইন অমান্য আন্দোলন ব্যর্থ হল কেন?
৪.৪) ভারতের স্বাধীনতার প্রস্তাবনা :
সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন। প্রশ্নের মান ৩ :
- ক্রিপস মিশন কী? এর উদ্দেশ্য কী ছিল?
- মন্ত্রী মিশন কী?
- মাউন্টব্যাটেন প্রস্তাব কী?
- ভারতীয় স্বাধীনতা আইন কী? এই আইনের মূল কথা কী ছিল?
- মাতঙ্গিনী হাজরা কী জন্য বিখ্যাত?
- ‘রাজাজি সূত্র’ বা সি আর ফর্মুলা বলতে কী বোঝো?
- ওয়াভেল পরিকল্পনা কী? কোন পরিস্থিতিতে ওয়াভেল পরিকল্পনা রচিত হয়?
- মাউন্টব্যাটেন পরিকল্পনা কী? মাউন্টব্যাটেন পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল?
সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন। প্রশ্নের মান ৪ :
- ১৯৩৫ সালের ভারত শাসন আইনের গুরুত্ব কী ছিল?
- ভারতছাড়ো আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন?
- মন্ত্রী মিশনের প্রস্তাবগুলি সংক্ষেপে আলোচনা করো।
- ক্যাপ্টেন রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল?
- ক্রিপসের প্রস্তাব কী ছিল? ক্রিপস মিশন কেন ব্যর্থ হল?
- কোন্ পরিস্থিতিতে ওয়াভেল পরিকল্পনা রচিত হয়?
সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন। প্রশ্নের মান ৮ :
- ভারতছাড়ো আন্দোলনের পটভূমি বিশ্লেষণ করো।
- ভারত ছাড়ো আন্দোলন হল কেন? ভারতের স্বাধীনতা সংগ্রামে এই আন্দোলনের গুরুত্ব নির্ণয় করো।
- ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাধীন ফৌজের অবদান বিশ্লেষণ করো।
- আজাদ হিন্দ বাহিনীর ভারত অভিযান ব্যর্থ হয়েছিল কেন?
- নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো।
- ভারতের রাজনীতিতে সুভাষচন্দ্র বসুর অবদান বিশ্লেষণ করো।
- মাউন্টব্যাটেন পরিকল্পনা ও তার প্রভাব সংক্ষেপে আলোচনা করো।
----------xx---------

.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন