হিন্দু মহাসভা কেন গড়ে উঠেছিল?
![]() |
| হিন্দু মহাসভা কেন গড়ে উঠেছিল? |
মদনমোহন মালব্য ১৯১৫ খ্রিস্টাব্দে ‘অল ইন্ডিয়া হিন্দু মহাসভা’ প্রতিষ্ঠিত হয়। উদ্দেশ্য ছিল হিন্দু জাতীয়তাবাদের প্রসার ঘটানো। এই উদ্দেশ্যকে সামনে রেখে এবং নিম্নলিখিত কারণে হিন্দুত্ববাদী ভারতীয়রা এই সংগঠনের জন্ম দিয়েছিলেন।
হিন্দু মহাসভা প্রতিষ্ঠার কারণ :
- হিন্দুদের স্বার্থ রক্ষা করা : ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। ভারতীয় রাজনীতিতে মুসলিমদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে। বলা হয়, এই প্রতিষ্ঠানের পরিপ্রেক্ষিতেই এবং হিন্দু সমাজের স্বার্থ রক্ষার তাগিদে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়।
- সংস্কার ও ঐক্য বিধান করা : হিন্দু সমাজে জাতি ও উপজাতির মধ্যে বৈষম্য ও বিভাজন ছিল প্রকট। এই বিভাজন দূর করে ঐক্য স্থাপনের উদ্দেশ্য নিয়েই এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়।
- ধর্মনিরপেক্ষ কংগ্রেসের বিরোধিতা করা : কংগ্রেস ছিল সর্বধর্ম সমন্বয়ের নীতিতে বিশ্বাসী। তাই ধর্মের ভিত্তিতে পৃথক দাবি-দাওয়ার তারা বিরোধী ছিল। এই প্রেক্ষাপটে কংগ্রেসের রাজনীতির বিরোধিতায় কিছু হিন্দু নেতা হিন্দু মহাসভা প্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করেন।
- ধর্মীয় উত্তেজনা ও প্রতিক্রিয়া : কেউ কেউ একথাও বলেন যে, মুসলিম লীগের ধর্মভিত্তিক রাজনীতির প্রতিক্রিয়ায় হিন্দু মহাসভা গড়ে ওঠে।
মন্তব্য :
প্রকৃতপক্ষে, এই সময় ভারতীয় রাজনীতির দুটো ধারা লক্ষ্য করা যায়। এক পক্ষ আধুনিক ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দর্শনকে সামনে রেখে দেশ গড়ে তুলতে চেয়েছিলেন। জাতীয় কংগ্রেস এই মতাদর্শে বিশ্বাসী ছিল। অন্যদিকে, অন্য একটি ধারা ছিল যারা ধর্মভিত্তিক রাজনীতির পৃষ্ঠপোষক। এরা কংগ্রেসের দর্শনকে পছন্দ করেনি। মূলত এই প্রেক্ষাপটে ধর্মভিত্তিক রাজনীতির সমর্থকরা হিন্দু এবং মুসলিম এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একে অপরকে প্রতিপক্ষ করে জনসমর্থন আদায়ের লক্ষ্য নিয়ে প্রথমে মুসলিম লীগ (১৯০৬) এবং পরে হিন্দু মহাসভা (১৯১৫) জন্ম নেয়।
লক্ষণীয় বিষয় হল, এই দুই পক্ষই জাতীয় কংগ্রেসের মধ্য থেকে জাতীয় কংগ্রেসকেই তাদের মতাদর্শ দ্বারা প্রভাবিত করার চেষ্টা করে। শেষমেষ ব্যর্থ হয়ে, আলাদা সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করে।
------------xx-----------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- কে কী উদ্দেশ্যে হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন?
- হিন্দু মহাসভা কী? হিন্দু মহাসভা গড়ে তোলার কারণ কি ছিল?
- হিন্দু মহাসভা গড়ে ওঠার পটভূমি উল্লেখ করো।
- কোন কোন উদ্দেশ্য সাধন করার জন্য ‘অল ইন্ডিয়া হিন্দু মহাসভা’ গড়ে তোলা হয়?

.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন