উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত তৃতীয় সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত তৃতীয় সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র ১) দুয়ার্তে বারবোসা কোন্ দেশের পর্যটক ছিলেন? ক) ইতালি, খ) পারস্য গ) জাপান, ঘ) পর্তুগাল ২) পারস্যের পর্যটক এর নাম হল — ক) পায়েজ, খ) নুনিজ গ) আব্দুর রাজ্জাক, ঘ) নিকোলো কন্টি ৩) নিকোলো কন্টি কোন্ দেশের পর্যটক ছিলেন? ক) জাপান, খ) ইতালি গ) পারস্য, ঘ) পর্তুগাল ৪) মানচিত্রের চিহ্নিত জায়গাটির নাম হল — ক) বিজয়নগর, খ) বাহমনি গ) দ্বার সমুদ্র, ঘ) দিল্লি ৫) বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হত — ক) বাঙালি, খ) ভোজপুরি গ) দক্ষিণি মুসলমান, ঘ) গুজরাটি ৬) বানিহাটির যুদ্ধে (১৫৬৫ খ্রিস্টাব্দ) একটা পক্ষের নাম — ক) ইতালি, খ) পর্তুগাল গ) বঙ্গদেশ, ঘ) বিজয়নগর ৭) কবির শিষ্য ছিলেন — ক) নানক দেবের, খ) চৈতন্যদেবের গ) মীরা বাইয়ের, ঘ) রামানন্দের ৮) দোঁহা রচনা করেন — ক) কবির, খ) আকবর গ) মীরাবাঈ, ঘ) রামানন্দ ৯) সুফিরা ‘হঠযোগ’ শিখেছিল — ক) ব্রাহ্মণদের কাছে, খ) চিশতিদের কাছে গ) নাথ পন্থীদের কাছে, ঘ) বৈ...
চিরস্থায়ী বন্দোবস্ত কী? এর উদ্দেশ্য কী ছিল? চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি (বৈশিষ্ঠ্য) উল্লেখ কর। ভারতের আর্থ-সামাজিক ইতিহাসে এই ভূমি-ব্যবস্থার গুরুত্ব আলোচনা কর।
অথবা , চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি ব্যাখ্যা কর । এপ্রসঙ্গে ভারতের কৃষক সমাজের ওপর এই বন্দোবস্ত কীরূপ প্রভাব ফেলেছিল বর্ননা কর । উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত । চিরস্থায়ী বন্দোবস্ত হল এক ধরণের ভূমি-রাজস্ব ব্যবস্থা । ১৭৯৩ সালে লর্ড কর্ণওয়ালিস বাংলা , বিহার ও উড়িষ্যায় এই ভূমি-ব্যবস্থা চালু করেন । পরবর্তীকালে বারাণসী , উত্তর-পশ্চিম প্রদেশ ও মাদ্রাস প্রেসিডেন্সির কোনো কোনো অঞ্চলে এই ব্যবস্থা চালু করা হয় । চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি । কোম্পানির কর্মচারী ও ঐতিহাসিক আলেকজান্ডার ডাও ১৭৭২ সালে প্রথম চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলেন । এরপর হেনরি পাত্তুলো , ড্যাক্রিস , টমাস ল প্রমুখ এই বন্দোবস্তের সপক্ষে যুক্তি দেখান । ১৭৮৬ সালে কর্ণওয়ালিশ গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন । তিন বছর ধরে তিনি বাংলার ভূমি-রাজস্ব ব্যবস্থা সম্পর্কে ব্যপক অনুসন্ধান চালান । এরপর ১৭৯০ সালে দেশীয় জমিদারদের সঙ্গে দশ বছরের জন্য একটি বন্দোবস্ত করেন, যা ‘ দশসালা বন্দোবস্ত ’ নামে পরিচিত । সেই সঙ্গে জানিয়ে দেন , ইংল্যান্ডের কর্তপক্ষ অনুমোদন করলে এই...