আলীগড় আন্দোলন কী? এর উদ্দেশ্য কী ছিল?
![]() |
| আলীগড় আন্দোলন কী? এর উদ্দেশ্য কী ছিল? |
আলীগড় আন্দোলন :
সৈয়দ আহমেদ খান ছিলেন একজন সমাজ সংস্কারক। ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে তিনি উপলব্ধি করেন যে মুসলিম সমাজ শিক্ষা ক্ষেত্রে ভয়ংকর ভাবে পিছিয়ে আছে। এই পিছিয়ে পড়া আটকানোর জন্য তিনি একাধারে সমাজ ও শিক্ষা ব্যবস্থায় সংস্কারের উদ্যোগ নেন। আলিগড় বিশ্ববিদ্যালয় কে কেন্দ্র করে গড়ে ওঠা এই সংস্কার আন্দোলন আলিগড় আন্দোলন নামে পরিচিত।
আলীগড় আন্দোলনের উদ্দেশ্য :
আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল—
- সমাজ সংস্কার : মুসলিম সমাজের পিছিয়ে পড়া আটকাতে গেলে সবার আগে প্রয়োজন ছিল সমাজকে সংস্কার করা। বিশেষ করে ইউরোপীয় শিক্ষার প্রতি অনীহার অবসান ঘটানো। এই উদ্দেশ্যে তিনি কোরান ভিত্তিক সমাজকে সংস্কার করার উদ্যোগ নেন।
- আধুনিক শিক্ষার প্রসার : সমাজ সংস্কার কে এগিয়ে নিয়ে যেতে গেলে আধুনিক শিক্ষা অপরিহার্য। এ কারণে মুসলিম সমাজকে অশিক্ষার অন্ধকার থেকে মুক্ত করতে ইউরোপীয় শিক্ষার প্রসারের উদ্যোগ নেন। আলীগড় মুসলিম কলেজ তারই ফসল।
- সরকারি চাকরি সুযোগ : আধুনিক ইউরোপীয় শিক্ষার প্রসারের মাধ্যমে তিনি ব্রিটিশ প্রশাসনিক কাজে মুসলিমদের নিয়োগ পাওয়াকে নিশ্চিত করতে চেয়েছিল।
- রাজনৈতিক চেতনা বৃদ্ধি : শরীয়ত ভিত্তিক রাজনৈতিক তত্ত্বের পরিবর্তে আধুনিক ইউরোপীয় রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে সচেতন করা এবং আধুনিক রাজনীতিতে মুসলিমদের অংশগ্রহণের উপযোগী করে তোলাও এই আন্দোলনের অন্যতম লক্ষ্য।
মন্তব্য :
মূলত, আধুনিক ইউরোপীয় শিক্ষা গ্রহণ করে মুসলিম সমাজকে সংস্কারের মাধ্যমে একটি আধুনিক চেতনা সম্পন্ন মুসলিম সমাজ গড়ে তোলাই ছিল ছিল আলীগড় আন্দোলনের প্রধান উদ্দেশ্য।
------------xx-----------
এই প্রশ্নের বিকল্প প্রশ্নগুলি হল :
- উনবিংশ শতকের মধ্যভাগে আলীগড় আন্দোলন গড়ে ওঠার কারণ কি ছিল
- স্যার সৈয়দ আহমেদ কেন সমাজ ও শিক্ষা সংস্কারে বিরতি হয়েছিলেন?
- সৈয়দ আহমেদ খাঁ পশ্চিমে শিক্ষার প্রসারে উদ্যোগ নিয়েছিলেন কেন?
- আলীগড় আন্দোলন বলতে কী বোঝো? এই আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল?
এই অধ্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- আর্য সমাজের ‘শুদ্ধি আন্দোলন’ বলতে কী বোঝো? শুদ্ধি আন্দোলনের উদ্দেশ্য কী ছিলো?

.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন