‘১৭৬০ সালের বিপ্লব’ বলতে কী বোঝ? এপ্রসঙ্গে মিরকাশিমের সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ ব্যাখ্যা কর। বক্সার যুদ্ধের তাৎপর্য উল্লেখ কর।
অথবা, বক্সার যুদ্ধের পটভূমি আলোচনা কর । পলাশির যুদ্ধের সঙ্গে তুলনা করে এই যুদ্ধের গুরুত্ব নির্ণয় কর । অথবা , পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা কর । ১৭৬০ সালের বিপ্লব কী : পলাশির যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ‘ কিং মেকার ’ -এ পরিণত হয় । মিরজাফরকে সিংহাসনে বসিয়ে তারা বাংলায় বিনাশুল্কে বানিজ্যের অবাধ অধিকার ও চব্বিশ পরগণার জমিদারি লাভ করে । কিন্তু ক্লাইভের উদ্ধত আচরণ , নবাবের প্রতি অসম্মান , ক্রমাগত অর্থশোষণ প্রভৃতি কারণে মিরজাফর বিরক্ত হন । ইংরেজদের ক্ষমতা ক্ষর্ব করার জন্য তিনি গোপনে ওলন্দাজদের সঙ্গে যোগাযোগ করেন । খবর পেয়ে ক্লাইভ বিদারার যুদ্ধে ওলন্দাজদের পরাজিত করন । আর ওলন্দাজদের সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে মিরজাফরকে পদচ্যুত করে তাঁর জামাতা মিরকাশিমকে বাংলার সিংহাসনে বসান । এভাবে বিনা রক্তপাতে নবাব পরিবর্তনের ঘটনা ‘ ১৭৬০ সালের বিপ্লব ’ নামে পরিচিত । ইংরেজ ও মিরকাশিমের বিরোধের কারণ ইংরেজদের সহযোগীতায় ক্ষমতা দখল করলেও মিরকাশিম ইংরেজদের ওপর নির্ভরতা কমানোর উদ্দেশ্যে শিঘ্রই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন । ফলে তাঁর সঙ্গে ই...