আর্য সমাজের ‘শুদ্ধি আন্দোলন’ বলতে কী বোঝো। শুদ্ধি আন্দোলনের উদ্দেশ্য কি ছিল?
![]() |
| আর্য সমাজের ‘শুদ্ধি আন্দোলন’ বলতে কী বোঝো? |
উনিশ শতক থেকে ভারতে ধর্মীয় ও সমাজ সংস্কার আন্দোলনের কাজ শুরু হয়। এই পটভূমিতে, ১৮৭৫ সালে বোম্বাইতে স্বামী দয়ানন্দ সরস্বতী গড়ে তোলেন আর্য সমাজ। আর্য সমাজের এই সংস্কার আন্দোলন ইতিহাসে শুদ্ধি আন্দোলন নামে খ্যাত। শুদ্ধি আন্দোলনের মূল লক্ষ্য ছিল—হিন্দু সমাজকে একত্রিত করা এবং সামাজিক পুনর্জাগরণ ঘটানো।
শুদ্ধি আন্দোলনের উদ্দেশ্য :
শুদ্ধি আন্দোলনের উদ্দেশ্যগুলোকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়।
- ধর্মান্তরিতদের হিন্দু ধর্মে ফিরিয়ে আনা : এই কর্মসূচির আওতায় ইসলাম এবং খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত ব্যক্তিদের পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনা।
- হিন্দু ধর্মের ঐক্য রক্ষা : আর্য সমাজ বিশ্বাস করত, ধর্মান্তরন হিন্দু সমাজে বিভাজন সৃষ্টি করছে। তাই শুদ্ধি আন্দোলনের মাধ্যমে তাদের মধ্যে ঐক্য ও সংহতি রক্ষা করা দরকার।
- সামাজিক সংস্কার : শুদ্ধি আন্দোলন সমাজের নিম্ন বর্ণের মানুষদের শিক্ষিত করে তুলে সমাজের সম্মানজনক জায়গায় স্থাপন করার সিদ্ধান্ত হয়।
- হিন্দু জাতীয়তাবাদ জাগানো : বিদেশী ধর্মের আগ্রাসনে বিরুদ্ধে আত্মরক্ষা এবং আত্মগৌরবের চেতনা জাগানোই ছিল শুদ্ধি আন্দোলনের মূল উদ্দেশ্য।
এক কথায় শুদ্ধি আন্দোলনের মাধ্যমে হিন্দু সমাজের অভ্যন্তরীণ সংহতি গড়ে তোলা এবং হিন্দু জাতীয়তাবাদের জাগরণ ঘটানো। মূলত এই লক্ষ্যে কাজ করার ফলে, পরবর্তীকালে হিন্দু মুসলমান সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়, যা হিন্দু মহাসভা তৈরির পটভূমি তৈরি করে এবং সাম্প্রদায়িক রাজনীতির চেহারা নেয়।
------------xx-----------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসে :
- আর্য সমাজ কি উদ্দেশ্য নিয়ে সর্দি আন্দোলন শুরু করে?
- শুদ্ধি আন্দোলন কী? কে কেন এই আন্দোলন শুরু করেছিল?
- শুদ্ধি আন্দোলন শুরু করার কারণ কি ছিল? এই আন্দোলনের প্রভাব উল্লেখ করো।

.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন