কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে? এই মিশনের প্রস্তাবগুলি কী ছিল? এক্ষেত্রে ভারতীয়দের কী প্রতিক্রিয়া হয়েছিল? এর ব্যর্থতার কারণ কী ছিল?
ক্রিপস মিশন বা ক্রিপস প্রস্তাব : ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সাঁড়াশি আক্রমনের চাপে মিত্রশক্তির অন্যতম সদস্য ব্রিটেন নাজেহাল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ভারতে জাপানি আক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। এই পরিস্থিতিতে ভারতীয় নেতৃবৃন্দের সমর্থন এবং ভারতকে যুদ্ধরত দেশ হিসেবে ঘোষণা করার প্রয়োজন পড়ে। এই পরিস্থিতিতে ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ-আলোচনার উদ্দেশ্যে ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ১৯৪২ সালের ২৩ মার্চ ভারতে পৌঁছান। ক্রিপসের এই ভারত-আগমন 'ক্রিপস দৌত্য' বা 'ক্রিপস মিশন' নামে পরিচিত। আর এই সময় ভারতীয় নেতৃবৃন্দের কাছে যে একগুচ্ছ প্রস্তাব পেশ করেন তা 'ক্রিপস প্রস্তাব ' নাম পরিচিত। পটভূমি বা কারণ : ক্রিপস মিশনের ভারত আগমনের পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যা তার পটভূমি বিশ্লেষণ করলে পরিষ্কার হয়ে ওঠে। জাপানি আক্রমণের সম্ভাবনা : ১৯৪১ সালের ৭ই ডিসেম্বর জাপান মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে যোগদান করে। এবং জাপান অতিদ্রুত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি দখল করতে করতে ভারত সীমান্তে পৌঁছে যায়। কলকাতায় বোমা বর্ষণ করে। মিত্রশক্তির চ...