SAFTA র পুরো কথাটি হল - South Asian Free Trade Area. এটি ২০০৪ সালে ইসলামাবাদে সার্কের দ্বাদশ শীর্ষ সম্মেলনে সাতটি সদস্যরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়। চুক্তিতে বলা হয় : ১) সমগ্র দক্ষিণ এশিয়ার এলাকাটি একটিমাত্র বাণিজ্য অঞ্চলে রূপান্তরিত হবে। ২) সার্কের সদস্যরাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্য ও শুল্ক বিষয়ে যে-সমস্ত বাধা আছে সেগুলি লোপ করা হবে। -----------x---------- অষ্টম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগের আরও প্রশ্ন ১) অব-উপনিবেশবাদ কী? ২) অব-উপনিবেশিকরণ শব্দটি কে কবে প্রথম ব্যবহার করেন? ৩) নয়া-উপনিবেশবাদ কী? ৪) তৃতীয় বিশ্ব কী? ৫) 'তৃতীয় বিশ্ব' কথাটি কবে, কোথায়, কে প্রথম ব্যবহার করেন? ৬) কোন দেশকে কেন্দ্র করে আফ্রিকা ঠান্ডা যুদ্ধের আবর্তে জড়িয়ে পড়ে? ৭) আলজেরিয়া কবে কার শাসন থেকে স্বাধীনতা লাভ করে? ৮) বেন বেল্লা কে ছিলেন? ৯) 'ত্রিপোলি কর্মসূচি' কী? ১০) HIT AND RUN নীতি কী? ১১) PIED NOIRS কাদের বলা হয়? ১২) 'কালো অক্টোবর' (BLACK OCTOBR) কী? ১৩) ...
চিরস্থায়ী বন্দোবস্ত কী? এর উদ্দেশ্য কী ছিল? চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি (বৈশিষ্ঠ্য) উল্লেখ কর। ভারতের আর্থ-সামাজিক ইতিহাসে এই ভূমি-ব্যবস্থার গুরুত্ব আলোচনা কর।
অথবা , চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি ব্যাখ্যা কর । এপ্রসঙ্গে ভারতের কৃষক সমাজের ওপর এই বন্দোবস্ত কীরূপ প্রভাব ফেলেছিল বর্ননা কর । উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত । চিরস্থায়ী বন্দোবস্ত হল এক ধরণের ভূমি-রাজস্ব ব্যবস্থা । ১৭৯৩ সালে লর্ড কর্ণওয়ালিস বাংলা , বিহার ও উড়িষ্যায় এই ভূমি-ব্যবস্থা চালু করেন । পরবর্তীকালে বারাণসী , উত্তর-পশ্চিম প্রদেশ ও মাদ্রাস প্রেসিডেন্সির কোনো কোনো অঞ্চলে এই ব্যবস্থা চালু করা হয় । চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি । কোম্পানির কর্মচারী ও ঐতিহাসিক আলেকজান্ডার ডাও ১৭৭২ সালে প্রথম চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলেন । এরপর হেনরি পাত্তুলো , ড্যাক্রিস , টমাস ল প্রমুখ এই বন্দোবস্তের সপক্ষে যুক্তি দেখান । ১৭৮৬ সালে কর্ণওয়ালিশ গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন । তিন বছর ধরে তিনি বাংলার ভূমি-রাজস্ব ব্যবস্থা সম্পর্কে ব্যপক অনুসন্ধান চালান । এরপর ১৭৯০ সালে দেশীয় জমিদারদের সঙ্গে দশ বছরের জন্য একটি বন্দোবস্ত করেন, যা ‘ দশসালা বন্দোবস্ত ’ নামে পরিচিত । সেই সঙ্গে জানিয়ে দেন , ইংল্যান্ডের কর্তপক্ষ অনুমোদন করলে এই...