জোট নিরপেক্ষ নীতির প্রেক্ষাপট ব্যাখ্যা করো। এর মূল নীতিগুলি উল্লেখ করো। এই নীতি প্রয়োগের ক্ষেত্রে ভারতের ভূমিকার মূল্যায়ন করো।
জোটনিরপেক্ষ নীতির পটভূমি ব্যাখ্যা করো। এর মূল নীতিগুলি উল্লেখ করো। এই নীতি প্রয়োগের ক্ষেত্রে ভারতের ভূমিকার মূল্যায়ন করো। জোটনিরপেক্ষ নীতির পটভূমি মূলনীতি ও প্রয়োগে ভারতের ভূমিকা জোটনিরপেক্ষ নীতির পটভূমি: ১) বিশ্ব দুটি সামরিক জোটে বিভক্ত হওয়া : দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে প্রায় সমগ্র বিশ্ব পরস্পর বিরোধী দুটি রাষ্ট্রজোটে বিভক্ত হয়ে পড়ে। একটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট এবং অন্যটি সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সাম্যবাদী জোট। ২) সদ্য স্বাধীন দেশগুলোর জাতীয় স্বার্থ ও নিরাপত্তা : কিন্তু এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ এই দুই জোট থেকে নিজেদের সরিয়ে রেখে নিজ নিজ জাতীয় স্বার্থ রক্ষা ও নতুন পাওয়া স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করে। ওই দুই রাষ্ট্রজোটে যুক্ত না হয়ে নিরপেক্ষতার নীতি গ্রহণ করে। এই নীতিকে ‘ জোটনিরপেক্ষ নীতি’ বলে। এই জোটনিরপেক্ষ নীতি গ্রহণের প্রেক্ষাপটে ১৯৫৫ সালে ভারতের প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর নেতৃত্বে যে আন্দোলনের সূচনা হয় তা ‘ জোটনিরপেক্ষ (নির্জোট) আন্দোলন’ নামে পরিচিতি। জোটনিরপেক্ষ আন্দোলনের মূলনীতি, উদ্দেশ্য ও লক্...