দক্ষিণ ভারতের ইঙ্গ-ফরাসি প্রতিদ্বন্দ্বিতার (বিরোধের) কারণ ও ফলাফল ব্যাখ্যা কর। এই দ্বন্দ্বে ফরাসিদের ব্যর্থতার কারণ ব্যাখ্যা কর।
অথবা, ইঙ্গ-ফরাসি প্রতিদ্বন্দ্বিতা কী ? এই প্রতিদ্বন্দ্বিতার পটভূমি আলোচনা কর । এই দ্বন্দ্বে ইংরেজদের জয়লাভ করার কারণ কী ছিল ? ইংরেজদের জয়লাভের ফলাফল / তাৎপর্য লেখ । অথবা , কর্ণাটকের যুদ্ধ বলতে কী বোঝ ? এই যুদ্ধের পটভূমি ও গুরুত্ব আলোচনা কর । এই যুদ্ধে ইংরেজ ইস্টইন্ডিয়া কোম্পানির কেন জয়লাভ করেছিল ? উত্তর ইঙ্গ-ফরাসি প্রতিদ্বন্দ্বিতা ভারতে একচেটিয়া বাণিজ্যিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দুই বিদেশি শক্তি ইংরেজ ও ফরাসিরা পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয় । দাক্ষিনাত্যে আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে কর্নাটককে কেন্দ্র করে সংগঠিত এই দ্বন্দ্ব ইঙ্গ-ফরাসি প্রতিদ্বন্দ্বিতা (কর্নাটক যুদ্ধ) নামে পরিচিত । ১৭৪০ থেকে ১৭৬৩ পর্যন্ত মোট তিনটি যুদ্ধ সংঘটিত হয় । যথা , প্রথম (১৭৪৬-৪৮) , দ্বিতীয় (১৭৪৯-৫৪) , তৃতীয় (১৭৫৭-৬৩) । প্রতিদ্বন্দ্বিতার পটভূমি / কারণ দাক্ষিণাত্যে ইংরেজ ও ফরাসিদের মধ্যে বিরোধের পটভূমি ব্যাখ্যা করলে প্রতিদ্বন্দ্বিতার কারণ জানা যাবে। 1. মার্কেন্টাইল মতবাদ । অষ্টাদশ শতকের এই মতবাদে বলা হয় , কোন জাতিকে সম্পদশালী হতে হলে তাকে বিশ্ববাণিজ্যে একচেটিয়...