ইতিহাস। দ্বাদশ শ্রেণি। চতুর্থ সেমিস্টার
![]() |
চতুর্থ সেমিস্টার। প্রশ্ন ও উত্তর |
তৃতীয় ইউনিট : বিদ্রোহ ও ব্রিটিশরাজ
প্রথম পর্ব : মহাবিদ্রোহ ও তার উপস্থাপনা।
১৮৫৭ সালের মহাবিদ্রোহের কারণ, চরিত্র, ব্যর্থতার কারণ ও ফলাফল
চতুর্থ ইউনিট : জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ
প্রথম পর্ব : আলীগড় আন্দোলন, মুসলিমলীগের জন্ম, হিন্দু মহাসভা।
- আলীগড় আন্দোলন, সৈয়দ আহমেদ খান, দ্বিজাতি তত্ত্ব, মুসলিম লীগের জন্ম, হিন্দু মহাসভা, দেশভাগের রাজনীতি ও পাকিস্তানের জন্ম
দ্বিতীয় পর্ব : সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব —১৯১৭ সালের পূর্ব থেকে স্বাধীনতা লাভ পর্যন্ত।
- ১৮৮৫ সালে জাতীয় কংগ্রেসের জন্ম, জাতীয়তাবাদী রাজনীতির নরমপন্থী পর্ব, ১৯০৭ সালের সুরাট অধিবেশন এবং চরমপন্থী রাজনীতির সূচনা, বালুর গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ ও লালা লাজপতরা এর ভূমিকা; বাংলা, পাঞ্জাব ও মহারাষ্ট্র বিপ্লবী আন্দোলন।
তৃতীয় পর্ব : ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব।
- ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব, রাজনীতিতে মহাত্মা গান্ধীর আবির্ভাব, সত্যাগ্রহের ধারণা —চম্পারণ, খেদা এবং আহমেদাবাদ; অসহযোগ আন্দোলন (১৯২১ - ১৯২২), আইন অমান্য আন্দোলন (১৯৩০)।
চতুর্থ পর্ব : স্বাধীনতার পূর্বাভাস।
- ভারতছাড়ো আন্দোলন ১৯৪২, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আইএনএ-এর কার্যকলাপ, যুদ্ধ পরবর্তী আন্দোলন—নৌ বিদ্রোহ, ক্ষমতা হস্তান্তর, ক্যাবিনেট মিশনের কার্যাবলী, মাউন্টব্যাটেনের আলোচনা, মাউন্টব্যাটেনের ঘোষণা, দেশভাগ ও স্বাধীনতা।
পঞ্চম ইউনিট : সংবিধানের গঠন।
প্রথম পর্ব : নতুন যুগের সূচনা, স্বাধীনতা-উত্তর ভারত।
- ভারতীয় সংবিধানের প্রস্তুতি, সংবিধানের মূল বৈশিষ্ট্য ও নির্দেশমূলক নীতি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, জহরলাল নেহেরু এবং নির্জট আন্দোলন, ভারতীয় অর্থনীতির উদারীকরণ ১৯৯০।
ষষ্ঠ ইউনিট : জাতি গঠন ও সম্পর্কিত বিষয় ।
প্রথম পর্ব : ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধ।
- বাংলাদেশের জন্ম এবং ভারতে তার প্রভাব
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন