থিওডোর বেক কে ছিলেন? আলীগড় আন্দোলনে তাঁর ভূমিকা কী ছিল?
![]() |
| থিওডোর বেক কে ছিলেন? আলীগড় আন্দোলনে তাঁর ভূমিকা |
থিওডোর বেক কে ছিলেন?
থিওডোর বেক একজন ব্রিটিশ শিক্ষাবিদ এবং আলীগড় মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের অধ্যক্ষ। স্যার সৈয়দ আহমেদের আমন্ত্রণে ১৮৮৩ সালে তিনি এই কলেজের দায়িত্ব গ্রহণ করেন। এবং অমৃত্য এই পদে কর্মরত থেকে তিনি আলীগড় আন্দোলনকে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
আলিগড় আন্দোলনে থিওডোর বেক-এর অবদান :
এই কলেজে অধ্যক্ষ থাকাকালীন সময়ে থিওডোর বেক মুসলিম সমাজে আধুনিক শিক্ষার প্রসার এবং আর্থ-সামাজিক ও রাজনৈতিক চেতনার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন।
১) ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো।
মুসলিম সমাজে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানোর জন্য তিনি আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি আমৃত্যু এই কাজ করেছিলেন।
২) আধুনিকতা ও যুক্তিবাদের প্রসার ঘটানো।
পাশ্চাত্য শিক্ষার বিরোধী মুসলিম সমাজকে আধুনিকতা ও যুক্তিবাদের পথে পরিচালনার ক্ষেত্রে থিওডোর বেক স্যার সৈয়দ আহমেদ খানের প্রধান সহযোগী হিসেবে কাজ করেছিলেন।
৩) রাজনৈতিক চেতনার প্রসার ঘটানো।
মুসলিমদের মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটাতে থিওডোর বেকের পরামর্শে স্যার সৈয়দ আহমেদ খান ‘ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন। ১৯৯৩ সালে মূলত তাঁর উদ্যোগেই ‘মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন’ স্থাপিত হয়।
৪) পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন।
রাজনৈতিক চেতনার প্রসারে পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। থিওডোর বেক ‘ইনস্টিটিউট গেজেট’ নামক পত্রিকা প্রকাশের মাধ্যমে এই কাজ করেছিলেন।
৫) মুসলিমদের আর্থিক ও রাজনৈতিক সুবিধা আদায়।
ব্রিটিশ সরকারের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে ভারতীয় মুসলমানদের জন্য বিশেষ আর্থিক ও রাজনৈতিক সুবিধা আদায়ের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
৬) আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সৈয়দ আহমেদের মৃত্যুর পর মূলত তাঁর উদ্যোগেই ‘সৈয়দ মেমোরিয়াল ফান্ড’ গড়ে তোলা হয় এবং এই ফান্ডের অর্থ কাজে লাগিয়ে ১৯২০ সালে তিনি এই কলেজকে ‘আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়’-এ রূপান্তরিত করেন।
৭) ইউনিয়ন ক্লাব প্রতিষ্ঠা করা।
মুসলিমদের মধ্যে রাজনীতি সাহিত্য ইতিহাস ও সংস্কৃতি সংক্রান্ত বিষয়ে আলোচনা ও বিতর্ক করার সুযোগ করে দেয়ার জন্য তাঁর উদ্যোগেই ১৮৮৪ সালে গড়ে ওঠে সিডন্স ইউনিয়ন ক্লাব।
থিওডোর বেক-র মূল্যায়ন :
মূলত আলীগড় আন্দোলনের প্রাণপুরুষ স্যার সৈয়দ আহমেদ খানের সহযোগী হিসেবে থিওডর বেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যদিও অভিযোগ করা হয়, থিওডোর বেকের প্ররোচনাতেই আলিগড় আন্দোলন বিশুদ্ধ সমাজ সংস্কার আন্দোলনের পথ থেকে সরে গিয়ে সাম্প্রদায়িক রাজনীতির কেন্দ্রে পরিণত হয়।
------------xx-----------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- থিওডোর বেক কীজন্য বিখ্যাত?
- আলীগড় সংস্কার আন্দোলনে থিওডোর বেক-এর অবদান কী ছিল?
- মুসলিম সমাজের আর্থসামাজিক ও রাজনৈতিক চেতনা বৃদ্ধিতে তাঁর ভূমিকার মূল্যায়ন করো।
- থিওডোর বেক ভারতীয় মুসলিমদের মধ্যে কীভাবে সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করেন?
- ভারতীয় মুসলিম সমাজের অগ্রগতিতে থিওডোর বেকের ভূমিকা কেমন ছিল?
- ভারতীয় মুসলিমদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী ভাবনার বিকাশে থিওডোর বেকের ভূমিকার মূল্যায়ন করো।

.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন