উঃ পৌরাণিক কাহিনি ও লোককথার মধ্যে কিছু সুস্পষ্ট
পার্থক্য খুঁজে পাওয়া যায়। যেমন –
বিষয়
|
পৌরাণিক কাহিনি / রূপকথা
|
লোককথা / লোকগাথা
|
প্রধান চরিত্র
|
এখানে প্রধান চরিত্রগুলি অলৌকিক জগতের। ঈশ্বরই মূল নায়ক-নায়িকা
|
লোককথায় মুখ্য চরিত্র সাধারণভাবে মানুষ হয়।
|
ভিত্তি
|
এই কাহিনিগুলি সাধারণত ধর্মভিত্তিক হয়।
|
এখানে ধর্মীয় বিষয়বস্তুর বিশেষ গুরুত্ব লক্ষ্য করা যায় না।
|
কালপঞ্জী
|
পৌরাণিক কাহিনিগুলির একটি নিজস্ব কালপঞ্জি থাকে।
|
লোককথার গল্পের স্থান-কাল-পাত্রের কোনো সুনির্দিষ্ট
উল্লেখ থাকে না।
|
সহায়ক উপাদান
|
পৌরাণিক কাহিনিগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক
উপাদান হিসাবে উপমার ব্যপক ব্যবহার হয়।
|
অন্যদিকে, কাহিনিকে আকর্ষনীয় করে
তোলার জন্য রূপকের মাধ্যমে দেবদেবী কিম্বা অপদেবতার সংগে মানব চরিত্রকে যুক্ত করা
হয়।
|
বিশ্বজনীনতা
|
জে এফ বিয়ারলেইন দেখিয়েছেন যে, পৌরাণিক কাহিনিগুলিতে একধরণের বিশ্বজনীনতা রয়েছে। যেমন, বিশ্বের প্রায় সব
জনগোষ্ঠির পৌরানিক কাহিনীতে বন্যায় পৃথিবী ডুবে যাওয়া এবং একটি নৌকায় বিভিন্ন
প্রজাতির একজোড়া করে পশু এবং একজোড়া মানুষ রক্ষা পাওয়ার কথা আছে।
|
এই ধরণের বিশ্বজনীনতা লোককথায় নেই। তবে নাবিক, যোদ্ধা, চারণকবি
কিম্বা ক্রীতদাসদের মাধ্যমে এগুলির দূর-দূরান্তে ছড়িয়ে পড়ার কথা জানা যায়।
|
ব্যক্তিত্ব আরোপ
|
পৌরাণিক কাহিনিতে পশুপাখি ও কীট-পতঙ্গের মধ্যে মানুষের মত
ব্যক্তিত্ব আরোপিত হতে দেখা যায় না।
|
লোককথায় প্রায়শই এধরণের ব্যক্তিত্ব আরোপিত হতে দেখা যায়।
|
ইতিহাসের উপাদান
|
ইতিহাসের উপাদান এখানে অপেক্ষাকৃত বেশি পাওয়া যায়
|
এখানে অপেক্ষাকৃত কম পাওয়া যায়।
|
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন