জাদুঘরের সংজ্ঞা
বাংলা ‘জাদুঘর’ শব্দটির ইংরাজি প্রতিশব্দ হল মিউজিয়াম (Museum)। ‘মিউজিয়াম’ শব্দটির মূল উৎস হল প্রাচীন গ্রীক শব্দ Mouseion (মউসিয়ান), যার অর্থ হল গ্রীক পুরাণের শিল্পকলার পৃষ্ঠপোষক মিউসদের মন্দির। এই ধরণের
মন্দিরগুলিকে কেন্দ্র করে প্রাচীন গ্রিসে পাঠাগার, প্রাচীন
শিল্পকলা প্রভৃতির সংগ্রহশালা গড়ে উঠত।
ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম-এর মতে, জাদুঘর
হল একটি অলাভজনক, জনসাধারণের কাছে উন্মুক্ত এবং স্থায়ী সমাজসেবামূলক প্রতিষ্ঠান যা
শিক্ষালাভ, জ্ঞানচর্চা ও আনন্দলাভের উদ্দেশ্যে মানব ঐতিহ্যের স্পর্শযোগ্য ও স্পর্শ-অযোগ্য
জিনিসপত্র সংগ্রহ করে, সংরক্ষণ করে, প্রদর্শন করে এবং সেগুলি নিয়ে গবেষণা করে।
উদাহরণ – ব্রিটিশ মিউজিয়াম।
এখানে রয়েছে বিভিন্ন ধরনের শিল্পকলা, প্রত্নতত্ত্ব, ইতিহাস, বিজ্ঞান প্রভৃতি
বিভিন্ন বিষয়ের নিদর্শন। এখানে পৃথক পৃথক ঘরে পৃথক পৃথক বিষয়ের নিদর্শন প্রদর্শনের
ব্যবস্থা রয়েছে।
জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করে। Aita kore din
উত্তরমুছুনNice
উত্তরমুছুনClass 6 এর জন্য একটু
উত্তরমুছুনছোটো হলে ভালো হয় ।।
💖💖💖💖
উত্তরমুছুন