আফ্রিকা মহাদেশ ভৌগোলিক দিক থেকে ইউরোপের সবচেয়ে কাছে। কিন্তু এর অন্তরভাগ ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত ও অনাবিষ্কৃত।
এই অঞ্চলের শ্বাপদসঙ্কুল গহন অরণ্য, দুর্গম পর্বত, খরস্রোতা অনাব্য নদী, ঊষর মরুভূমি, অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিম অধিবাসীদের প্রতিকূলতার কারণে এই মহাদেশটি 'অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' (Dark Continent) নামে পরিচিত।
Thankfully
উত্তরমুছুনVery nice answer
উত্তরমুছুনThanks
উত্তরমুছুনঅত্যন্ত সংক্ষেপে সুন্দর ভাবে উপস্থাপন হয়েছে।
উত্তরমুছুনআপনকে অসংখ্য ধন্যবাদ, স্যার
Tnq
উত্তরমুছুন