উপনিবেশ কথাটির অর্থ হল 'মানবসমাজের একটি স্থানান্তরিত অংশ'।
যখন কোনো দেশ সাম্রাজ্যবাদী মানসিকতাকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য অন্য কোনো দেশে বসতি গড়ে তোলে তখন তা উপনিবেশ হিসাবে বিবেচিত হয়। আর উপনিবেশ গড়ে তোলার এই নীতিকে উপনিবেশবাদ বলা হয়।
নবম শ্রেণি । দশম শ্রেণি । একাদশ শ্রেণি । দ্বাদশ শ্রেণি । বিএ (পাস ও অনার্স) । মকটেস্ট । QUESTION BANK
দ্বাদশ শ্রেণির ইতিহাস : প্রশ্ন ও উত্তর
উপনিবেশ কথাটির অর্থ হল 'মানবসমাজের একটি স্থানান্তরিত অংশ'।
যখন কোনো দেশ সাম্রাজ্যবাদী মানসিকতাকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য অন্য কোনো দেশে বসতি গড়ে তোলে তখন তা উপনিবেশ হিসাবে বিবেচিত হয়। আর উপনিবেশ গড়ে তোলার এই নীতিকে উপনিবেশবাদ বলা হয়।
বিদ্যাসাগর ইউনিভার্সিটি ডিস্টেন্স ইতিহাসে এম এ পার্ট -1
উত্তরমুছুনস্যার বলছি যে আমি ইতিহাসের নোটস গুলো পেতে চাই স্যার আমি কী ভাবে পাবো তা যদি আপনি পিলিস একটু সাহায্য করেন। তাহলে আমার খুবই উপকার হবে। আর আপনার ফোন নাম্বার টা যদি দেন তাহলে আমার খুব ভালো হতো। 🙏🙏🙏