১৯১৭ সালে স্যার মাইকেল স্যাডলারের নেতৃত্বে এই কমিশন গঠিত হয়।
ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ও উচ্চশিক্ষার উন্নতিকল্পে ব্রিটিশ সরকার এই কমিশন গঠন করে।
স্যাডলার কমিশনের দুই জন ভারতীয় সদস্য হলেন --
১) আশুতোষ মুখার্জি
২) ড. জিয়াউদ্দিন আহমেদ।
নবম শ্রেণি । দশম শ্রেণি । একাদশ শ্রেণি । দ্বাদশ শ্রেণি । বিএ (পাস ও অনার্স) । মকটেস্ট । QUESTION BANK
দ্বাদশ শ্রেণির ইতিহাস : প্রশ্ন ও উত্তর
১৯১৭ সালে স্যার মাইকেল স্যাডলারের নেতৃত্বে এই কমিশন গঠিত হয়।
ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ও উচ্চশিক্ষার উন্নতিকল্পে ব্রিটিশ সরকার এই কমিশন গঠন করে।
স্যাডলার কমিশনের দুই জন ভারতীয় সদস্য হলেন --
১) আশুতোষ মুখার্জি
২) ড. জিয়াউদ্দিন আহমেদ।
Thank you sir
উত্তরমুছুন