'সাউকার' শব্দের অর্থ বণিক বা ব্যবসায়ী।
ঔপনিবেশিক শাসনের নতুন ভুমিব্যবস্থায় সরকার ও প্যাটেলরা অতিরিক্ত হারে রাজস্ব আদায় শুরু করে। ফলে দরিদ্র কৃষকরা অতিরিক্ত খাজনা মিটানোর চাপে এই ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে বাধ্য হয়।
এই সুযোগে এই বণিক শ্রেণি সুদখোর মহাজনে পরিণত হয়। এরাই পশ্চিম ও দক্ষিণ ভারতে সাউকার নামে পরিচিত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন