দক্ষিণ ভারতের বিদ্যাসাগর
ঊনবিংশ শতকে দক্ষিণ ভারতের সমাজসংস্কার আন্দোলনের অন্যতম পথিকৃৎ হলেন কান্দুকুরি বীরসালিঙ্গম পানতুলু।
তিনি ১৮৪৮ সালে অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রির এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মত জাতিভেদ, অস্পৃশ্যতা, পৌত্তলিকতা, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতির ঘোর বিরোধী ছিলেন। এছাড়া তিনি বিধবা বিবাহেরও উগ্র সমর্থক ছিলেন। এই সব কারনে মহাদেব গোবিন্দ রানাডে তাঁকে 'দক্ষিণ ভারতের বিদ্যাসাগর' বলে অভিহিত করেছেন।
-------##-------
বিকল্প প্রশ্ন ঃ
This is the right answer of these question
উত্তরমুছুনVery good answer.....
উত্তরমুছুন