পর্তুগিজ বংশোদ্ভূত হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের তরুণ শিক্ষক। তিনি তৎকালীন সমাজের প্রচলিত কুসংস্কার ও অন্ধবিস্বাস দূর করে বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী সমাজ গড়ে তোলার জন্য আন্দোলন গড়ে তুলেছিলেন।
তাঁর এই আন্দোলন নব্যবঙ্গ (ইয়ং বেঙ্গল) আন্দোলন নামে পরিচিত। আর তার অনুগামীরা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত।
বিকল্প প্রশ্ন :
১) নব্যবঙ্গ আন্দোলন কী
২) ইয়ং বেঙ্গল আন্দোলন কী
৩) নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলতে কী বোঝ?
৪) ডিরোজিও অনুগামীরা কী নামে পরিচিত?
৫) নব্যবঙ্গীয় কাদের বলা হয়?
৬) ইয়ং বেঙ্গল দলের উদ্দেশ্য কী ছিল?
ডিরোজিও হিন্দু কলেজ ছেড়ে দেন কেন
উত্তরমুছুন