১৯২৮ সালে ফ্রান্সের মার্ক ব্লখ ও লুসিয়েন ফেভর 'The Annales' নামে একটি পত্রিকা প্ৰকাশ করেন। এই পত্রিকা গোষ্ঠীর ঐতিহাসিকরা অনাল ঐতিহাসিক নামে পরিচিত।
এই ঐতিহাসিকরা মানুষের সামাজিক অবস্থান, আচার-আচরণ, সভ্যতা-সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছদ, শিক্ষা-বিনোদন প্রভৃতি বিষয়কে ইতিহাসে বিশেষ গুরুত্ব দেন।
এই গোষ্ঠীর দুজন ঐতিহাসিক হলেন --
১) মার্ক ব্লখ,
২) লুসিয়েন ফেভর
Thanks
উত্তরমুছুন