অতীতের জনশ্রুতিগুলি দেখলে বোঝা যায়, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জনশ্রুতিগুলির মধ্যে একটি অদৃশ্য মিল রয়েছে। জে এফ বিয়ারলেইন তাঁর গ্রন্থ Parallel Myths এ মিলগুলি তুলে ধরেছেন। এই অদৃশ্য মিলগুলিই পৌরাণিক কাহিনির বিশ্বজনীনতা।
যেমন, ভয়ংকর বন্যায় একটি নৌকায় একটি পরিবারের ও প্রত্যেক প্রজাতির একজোড়া পশুর বেঁচে যাওয়ার কল্প-কাহিনি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন