১৯৪৬ সালের ৫ মার্চ ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী চার্চিল আমেরিকার মিসৌরি প্রদেশের ফালটনের ওয়েস্ট মিনিস্টার কলেজে এক ফালটন বক্তৃতা দেন।
এই বক্তৃতায় তিনি বলেন, ইউরোপের এক বিস্তীর্ন অঞ্চল ( উত্তরে বাল্টিক সাগর থেকে দক্ষিণেঅ্যাড্রিয়াটিক সাগর পর্যন্ত ) এখন সোভিয়েত রাশিয়ার লৌহ যবনিকার অন্তরালে আচ্ছাদিত।আমেরিকা এখনই প্রতিরোধের ব্যবস্থা না নিলে সমগ্র ইউরোপ একদিন রাশিয়ার দখলে চলে যাবে।অর্থাৎ ইউরোপে রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিকদের অগ্রগতি রোধ করতে মার্কিন সাহায্য লাভ করাই এই বক্তৃতার উদ্দেশ্য।
এই প্রশ্নের বিকল্প প্রশ্ন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন