উচ্চমাধ্যমিক ইতিহাস রচনধর্মী প্রশ্ন উত্তর
তৃতীয় অধ্যায় : ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য
কালো কালিতে লেখা প্রশ্নগুলির উত্তর এখনও প্রস্তুত হয়নি।
উত্তর প্রস্তুত হলেই প্রশ্নের রঙ পাল্টে যাবে
এবং
প্রশ্নের ওপর মাউস পয়েন্টার নিলেই 👆 এই চিহ্ন দেখা যাবে
এবং
প্রশ্নের ওপর মাউস পয়েন্টার নিলেই 👆 এই চিহ্ন দেখা যাবে
উত্তর জানতে প্রশ্নের ওপর ক্লিক কর।
উচ্চমাধ্যমিকের (বিভিন্ন বছরের ) প্রশ্ন পেতে এখানে ক্লীক করো
উচ্চমাধ্যমিকের (বিভিন্ন বছরের ) প্রশ্ন পেতে এখানে ক্লীক করো
১) পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল বর্ননা কর।
২) দক্ষিণ ভারতের ইঙ্গ-ফরাসি প্রতিদ্বন্দ্বিতার (বিরোধের) কারণ ও ফলাফল ব্যাখ্যা কর। এই দ্বন্দ্বে ফরাসিদের ব্যর্থতার কারণ ব্যাখ্যা কর।
🔰 উত্তর পেতে 👉 এখানে ক্লিক করো।
৩) ‘১৭৬০ সালের বিপ্লব’ বলতে কী বোঝ? এপ্রসঙ্গে মিরকাশিমের সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ ব্যাখ্যা কর। বক্সার যুদ্ধের তাৎপর্য উল্লেখ কর।
অথবা,
বক্সার যুদ্ধের পটভূমি আলোচনা কর। পলাশির যুদ্ধের সঙ্গে তুলনা করে এই যুদ্ধের গুরুত্ব নির্ণয় কর।
অথবা,
পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা কর।
৪) চিরস্থায়ী বন্দোবস্ত কী? এর উদ্দেশ্য কী ছিল? চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি (বৈশিষ্ঠ্য) উল্লেখ কর। ভারতের আর্থ-সামাজিক ইতিহাসে এই ভূমি-ব্যবস্থার গুরুত্ব আলোচনা কর।
অথবা,
সূর্যাস্ত আইন কী? এই আইন যে ভূমি-রাজস্ব ব্যবস্থার সঙ্গে সম্পর্কীত বৈশিষ্ট্য লেখ। এই ভূমি-ব্যবস্থার গুণাগুণ বিশ্লেষণ কর।
অথবা,
চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি ব্যাখ্যা কর। এপ্রসঙ্গে ভারতের কৃষক সমাজের ওপর এই বন্দোবস্ত কীরূপ প্রভাব ফেলেছিল বর্ননা কর।
৫) ভারতে রেলপথ স্থাপনের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা,
‘গ্যারান্টি প্রথা’ কী? রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল? ভারতের অর্থনীতিতে রেলপথের কী প্রভাব পড়েছিল?
৬) ভারতে বিভিন্ন উদ্যোগে রেলপথের সম্প্রসারণ সম্পর্কে আলোচনা কর।
অথবা,
গ্যারান্টি প্রথা কী? ভারতে রেলপথ স্থাপনে এই প্রথার কী ভূমিকা ছিল? ভারতের অর্থনীতিতে রেলপথের গুরুত্ব উল্লেখ কর।
৭) বৃটিশ আমলে ভারতে ইউরোপীয় পুঁজিপতিদের উদ্যোগে শিল্পের অগ্রগতির কারণ কী ছিলো? ভারতীয় মালিকানায় এদেশে শিল্পোদ্যোগের ক্ষেত্রে কী কী সমস্যা ছিল?
অথবা,
ভারতে শিল্পবিকাশে ভারতীয়দের বাধাগুলি কী ছিল? ব্রিটিশরা এক্ষেত্রে কেন সফল হয়েছিল?
৮) ঊনিশ শতকে দ্বিতীয়ার্ধ থেকে ভারতে কিভাবে বিভিন্ন শিল্পের অগ্রগতি ঘটেছে দেখাও।
অথবা,
ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত ভারতে শিল্পের বিকাশ সংক্ষেপে বর্ননা কর।
৯) চিনে বাণিজ্যের ক্ষেত্রে বিদেশিদের কোন কোন সমস্যার সম্মুখীন হতে হত? এই সমস্যা মোকাবিলায় তারা কিধরণের নীতি গ্রহণ করে? এপ্রসঙ্গে চিনের অর্থনৈতিক অনুন্নয়নের কারণ ব্যাখ্যা কর।
১০) অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তি কী? চিনের ওপর আরোপিত অসম চুক্তির বৈশিষ্ঠ্যগুলি লেখ। এপ্রসঙ্গে শিমোনোশেকির চুক্তি ও বক্সার প্রটোকল শর্তগুলি আলোচনা কর।
অথবা,
চিনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তির পটভূমি ও শর্তগুলি লেখ। চিনের অর্থনীতির ওপর এই চুক্তির কী প্রভাব পড়েছিল?
অথবা,
চিন-জাপান যুদ্ধের কারণ বা পটভূমি ও গুরুত্ব আলোচনা কর। বক্সার প্রোটোকলের পটভূমি ও গুরুত্ব ব্যাখ্যা কর।
অথবা,
শিমোনোশেকির সন্ধি ও বক্সার প্রোটোকলের গুরুত্বের তুলনামূলক আলোচনা কর।
১১) ক্যান্টন বাণিজ্য কী? এর বৈশিষ্ট্য আলোচনা কর। ক্যান্টন বাণিজ্যের অবসানের কারণ কী ছিল?
অথবা,
ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য ও ফলাফল আলোচনা কর।
অথবা,
ক্যন্টন বাণিজ্যের শর্তাবলি উল্লেখ কর। এই শর্তারোপের পরিণতি কী হয়েছিল?
১২) সাম্রাজ্যবাদী শক্তি কর্তৃক ভারত ও চিনের শোষণের অভিজ্ঞতার মধ্যে তুলনা কর।
অথবা,
ঔপনিবেশিক শোষণ বিষয়ে ভারত ও চিনের অভিজ্ঞতার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি আলোচনা কর।
অথবা,
ভারত ও চিনে ঔপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠার অভিজ্ঞতার তুলনামূলক আলোচনা কর।
তৃতীয় অধ্যায়ের বাকি প্রশ্ন গুলির উত্তর তারাতারি দিলে ভালো হয়। তাঁর সাথে ব্রিটিশ ইষ্ট-ইন্ডিয়া কোম্পানির আমলে বিভিন্ন প্রকার ভূমি রাজস্ব সম্পর্কে আলোচনা কপর এই প্রশ্নটি দিলে ভালো হয়।
উত্তরমুছুনএই অধ্যায়ের প্রশ্ন গুলির উত্তর তারাতারি দিলে উপকৃত হব
উত্তরমুছুন১০ নম্বর প্রশ্নের উত্তর বিশ্বেষন করলে বিশেষ উপকার হয়
উত্তরমুছুনমহাশয় , ৯,১০,১১ নম্বর প্রশ্নের উত্তর কবে প্রকাশ করা হবে?
উত্তরমুছুনAnswer koi
উত্তরমুছুনচীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি গুলি সম্পর্কে লেখ ?
উত্তরমুছুনউত্তরটা করে দেন
১১
উত্তরমুছুনলেখা কপি করার সুযোগ থাকলে প্রিন্ট করে পড়তে পারতাম স্যার ।
উত্তরমুছুন