উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত তৃতীয় সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র
![]() |
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত তৃতীয় সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র |
১) দুয়ার্তে বারবোসা কোন্ দেশের পর্যটক ছিলেন?
ক) ইতালি, খ) পারস্য
গ) জাপান, ঘ) পর্তুগাল
২) পারস্যের পর্যটক এর নাম হল —
ক) পায়েজ, খ) নুনিজ
গ) আব্দুর রাজ্জাক, ঘ) নিকোলো কন্টি
৩) নিকোলো কন্টি কোন্ দেশের পর্যটক ছিলেন?
ক) জাপান, খ) ইতালি
গ) পারস্য, ঘ) পর্তুগাল
৪) মানচিত্রের চিহ্নিত জায়গাটির নাম হল —
ক) বিজয়নগর, খ) বাহমনি
গ) দ্বার সমুদ্র, ঘ) দিল্লি
৫) বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হত —
ক) বাঙালি, খ) ভোজপুরি
গ) দক্ষিণি মুসলমান, ঘ) গুজরাটি
৬) বানিহাটির যুদ্ধে (১৫৬৫ খ্রিস্টাব্দ) একটা পক্ষের নাম —
ক) ইতালি, খ) পর্তুগাল
গ) বঙ্গদেশ, ঘ) বিজয়নগর
৭) কবির শিষ্য ছিলেন —
ক) নানক দেবের, খ) চৈতন্যদেবের
গ) মীরা বাইয়ের, ঘ) রামানন্দের
৮) দোঁহা রচনা করেন —
ক) কবির, খ) আকবর
গ) মীরাবাঈ, ঘ) রামানন্দ
৯) সুফিরা ‘হঠযোগ’ শিখেছিল —
ক) ব্রাহ্মণদের কাছে, খ) চিশতিদের কাছে
গ) নাথ পন্থীদের কাছে, ঘ) বৈষ্ণবদের কাছে
১০) সুফিবাদে শিষ্যকে কী বলা হত?
ক) দরগা, খ) পির
গ) শরা, ঘ) মুরিদ
১১) ভারতের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন —
ক) মইনুদ্দিন চিশতি, খ) কুরুভিল্লা জাকারিয়া
গ) কবির, ঘ) নানক দেব
১২) ‘বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র’ বলা হত —
ক) কলকাতাকে, খ) বীরভূমকে,
গ) নবদ্বীপকে, ঘ) কোচবিহারকে
১৩) ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থটি রচনা করেন —
ক) কৃষ্ণদাস কবিরাজ, খ) বৃন্দাবন দাস
গ) জয়দেব, ঘ) নানকদেব
১৪) মামুদ গাওয়ান কোন্ শাসকের মন্ত্রী ছিলেন?
ক) তিরুমল, খ) দ্বিতীয় ভেঙ্কট
গ) বাহমন শাহ, ঘ) তৃতীয় মোহাম্মদ শাহ
১৫) বানিহাটির যুদ্ধ হয়েছিল —
ক) ১৫৩৫ খ্রিস্টাব্দে, খ) ১৫৪৫ খ্রিস্টাব্দে
গ) ১৫৫৫ খ্রিস্টাব্দে, ঘ) ১৫৬৫ খ্রিস্টাব্দে হয়ে গেছে
১৬) বাহমনী বংশের অন্যতম শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
ক) তাজউদ্দীন ফিরোজ শাহ, খ) মহম্মদ শাহ
গ) আদিল শাহ, ঘ) নাদির শাহ
১৭) সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন —
ক) দ্বিতীয় বিরুপাক্ষ, খ) নরসিংহ
গ) বীর সিংহ, ঘ) কৃষ্ণদেব রায়
১৮) বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় —
ক) ১৩৩৬ খ্রিস্টাব্দে, খ) ১৩৪৬ খ্রিস্টাব্দে
গ) ১৩৫৬ খ্রিস্টাব্দে, ঘ) ১৩৬৬ খ্রিস্টাব্দে
১৯) ‘আমুক্তমাল্যদা’ গ্রন্থটির ভাষা হল —
ক) বাংলা, খ) মারাঠি
গ) সংস্কৃত, ঘ) তেলুগু
২০) দক্ষিণ ভারতে বাহমনী রাজ্য প্রতিষ্ঠা করেন —
ক) মহম্মদ বিন তুঘলক, খ) মহম্মদ শাহ
গ) ফিরোজ শাহ, ঘ) হাসান গঙ্গু
২১) ইনকা সভ্যতা ধ্বংস করেন —
ক) কলম্বাস, খ) কোর্টেস
গ) ফ্রান্সিস্কো পিজারো, ঘ) আমেরিগো ভেজপুচি
২২) ইন্দোনেশিয়া কোন্ ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল?
ক) ইংল্যান্ড, খ) ফ্রান্স
গ) স্পেন, ঘ) হল্যান্ড
২৩) পর্তুগিজরা ‘ব্ল্যাক গোল্ড’ বলত —
ক) কয়লাকে, খ) লবণকে
গ) গোল মরিচকে, ঘ) দারুচিনিকে
২৪) পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম —
ক) সিঙ্গাপুর, খ) কম্বোডিয়া
গ) মায়ানমার ঘ) ইন্দোনেশিয়া
২৫) ‘নতুন বিশ্ব’ নামকরণ করেন —
ক) ওয়াল্টার র ্যালে খ) আমেরিগো ভেসপুচি
গ) গিলবার্ট, ঘ) কেব্রাল
২৬) ‘অবাদ বাণিজ্য নীতি’র একজন প্রবক্তা হলেন —
ক) কোলবার্ট খ) অ্যাডাম স্মিথ
গ) চতুর্দশ লুই, ঘ) নেপোলিয়ন বোনাপার্ট
২৭) ম্যাকাও বন্দর অবস্থিত —
ক) চিনে, খ) জাপানে
গ) ইংল্যান্ডে, ঘ) ফ্রান্সে
২৮) ‘ইম্পেরিয়ালিজম : এ স্টাডি’ গ্রন্থটি লেখেন —
ক) জে এ হবসন, খ) অ্যাডাম স্মিথ
গ) চার্লস হগ, ঘ) নক্রমা
২৯) টিউটনিক জাতির অংশ হল —
ক) ব্রিটিশরা, খ) ফরাসিরা
গ) ভারতীয়রা, ঘ) জার্মানরা
৩০) গন্ডামাকের সন্ধি হয়েছিল —
ক) ১৮৪০ খ্রিস্টাব্দে, খ) ১৮৪৯ খ্রিস্টাব্দে
গ) ১৮৭৯ খ্রিস্টাব্দে, ঘ) ১৮৮৯ খ্রিস্টাব্দে
৩১) মনরো নীতি প্রণয়ন করে—
ক) ইংল্যান্ড, খ) চিন
গ) মার্কিন যুক্তরাষ্ট্র, ঘ) জাপান
৩২) ‘কঙ্গো ফ্রি স্টেট’ গঠনের প্রবক্তা ছিল—
ক) ব্রিটেন, খ) ফ্রান্স
গ) জাপান, ঘ) বেলজিয়াম
৩৩) ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল—
ক) ১৮২৬ খ্রিস্টাব্দে, খ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
গ) ১৮১৬ খ্রিস্টাব্দে, ঘ) ১৮৭৯ খ্রিস্টাব্দে
৩৪) মানচিত্রে চিহ্নিত জায়গা দুটির নাম হল —
ক) আফ্রিকা ও জাপান, খ) আমেরিকা ও চিন
গ) এশিয়া ও রাশিয়া, ঘ) চিন ও জাপান
৩৫) প্রথম ভারতীয় আইসিএস এর নাম হল—
ক) সত্যেন্দ্রনাথ ঠাকুর, খ) জগদীশচন্দ্র বসু
গ) লোকমান্য তিলক, ঘ) মহাদেব গোবিন্দ রানাডে
৩৬) ‘জুডিশিয়াল মাডার’-এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম—
ক) শাসন বিভাগ, খ) আইন বিভাগ
গ) বিচার বিভাগ, ঘ) সেনা বিভাগ
৩৭) ১৭৭৩ সালের রেগুলেটিং আইন তৈরি হয়—
ক) ওয়ারেন হেস্টিংস এর আমলে, খ) কর্নওয়ালিসের আমলে,
গ) নর্থব্রুকের আমলে, ঘ) ক্যানিংয়ের আমলে
৩৮) বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন—
ক) লর্ড নর্থব্রুক, খ) লর্ড কর্নওয়ালিস
গ) লর্ড ক্যানিং, ঘ) ওয়ারেন হেস্টিংস
৩৯) এলিজা ইম্পে ছিলেন—
ক) সেনা নায়ক, খ) সমাজ সেবক
গ) দারোগা, ঘ) সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি
৪০) আধুনিক পলিসি ব্যবস্থার জনক ছিলেন—
ক) ওয়ারেন হেস্টিংস, খ) কর্নওয়ালিস
গ) ক্যানিং, ঘ) চার্লস মেটকাফ
----------xx--------
প্রশ্নের উত্তর মিলিয়ে নাও।
প্রশ্ন | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
উত্তর | ঘ | গ | খ | খ | গ | ঘ | ঘ | ক | গ | ঘ |
প্রশ্ন | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
উত্তর | ক | গ | ক | ঘ | ঘ | ক | ক | ক | ঘ | ঘ |
প্রশ্ন | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
উত্তর | গ | ঘ | গ | ঘ | খ | খ | ক | ক | ঘ | গ |
প্রশ্ন | ৩১ | ৩২ | ৩৩ | ৩৪ | ৩৫ | ৩৬ | ৩৭ | ৩৮ | ৩৯ | ৪০ |
উত্তর | গ | ঘ | ক | ক | ক | গ | ক | ঘ | ঘ | খ |
----------xx--------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন