ঊনবিংশ শতকের শেষ দিকে ভাববাদী দর্শনের বিরোধীতা করে বস্তুবাদী দর্শনের জন্ম হয়। এই দর্শনে বিশ্বের যাবতীয় ঘটনার ব্যাখ্যা দ্বন্দ্বমূলক বস্তুবাদের আলোকে অর্থ্যাৎ 'অর্থনৈতিক মাপকাঠিতে' দেওয়ার চেষ্টা করেন। এই দর্শনে বিশ্বাসী ঐতিহাসিকগণ মার্কসবাদী ঐতিহাসিক নামে পরিচিত। এই দর্শনেই সফল প্রচারকের (কার্ল মার্কস) নাম অনুসারে এই নামকরণ।
দুজন মার্কসবাদী ঐতিহাসিক এর নাম হল -
১) ইরফান হাবিব, ২) সতীশচন্দ্র। এছাড়া ক্রিস্টোফার হিল, ধর্মানন্দ কোশান্বি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন