মহাবিদ্রোহের সামাজিক কারণ কী ছিল?
![]() |
মহাবিদ্রোহের সামাজিক কারণ |
Social causes of the Great Revolt
১৭৫৭ সালের পর থেকে ১৮৫৭ সালের মধ্যবর্তী সময় পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার কর্মচারীরা প্রায় ১০০ বছর ধরে ভারতীয়দের উপর যে সামাজিক বৈষম্য এবং শোষণ ও উৎপীড়ন চালিয়েছিল তা মহাবিদ্রোহের সামাজিক প্রেক্ষাপট তৈরি করে দেয়।
মহাবিদ্রোহের সামাজিক কারণ :
প্রাচীনকাল থেকেই ভারতে প্রবেশ করেছে পৃথিবীর নানা অঞ্চল থেকে আসা নানা জাতির মানুষ। ক্রমান্বয়ে তারা মিশে গেছে ভারতের জনজীবনে। কিন্তু একমাত্র ব্যতিক্রম ব্রিটিশ জাতি।
১) বিজাতীয় আচরণ :
ইংরেজরা ভারতীয় জনসমাজের সঙ্গে মিশে তো যায়নি, উল্টে ভারতীয়দের সঙ্গে বিজাতীয় আচার-আচরণ করেছে, যা ভারতীয়দের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। সুভাষচন্দ্র বসুর মতে, কেবলমাত্র ব্রিটিশ আমলেই ভারত নিজেদের বিজিত জাতি হিসেবে প্রথম উপলব্ধি করে।
২) ঘৃণা সূচক দৃষ্টিভঙ্গি :
ভারতীয়দের প্রতি ইংরেজদের আচরণ ছিল ঔদ্ধত্যপূর্ণ এবং ঘৃণা সূচক। স্যার সৈয়দ আহমেদ এর মতে, ইংরেজ রাজকর্মচারীর সঙ্গে দেখা করতে গেলে সম্ভ্রান্ত ভারতীয়রাও ভয় পেতেন।
৩) ভারতীয়দের প্রতি নিচ মনোভাব :
ইংরেজদের চোখে ভারতীয়রা ছিল বর্বর জাতি। ওয়ারেন হেস্টিং মনে করতেন, ভারতীয়রা সকলেই দুর্নীতিগ্রস্ত। বহু ইংরেজ ক্লাবে লেখা থাকতো, “কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ।”
৪) ধর্মীয় রক্ষণশীলতার প্রতি অশ্রদ্ধা :
হিন্দু ও মুসলিম সমাজে প্রচলিত রক্ষণশীল সংস্কারগুলোর প্রতি ব্রিটিশ সরকার এবং রাজকর্মচারীরা অশ্রদ্ধা প্রকাশ করতেন। তাই সতীদাহ, বিধবা বিবাহ ইত্যাদি ক্ষেত্রে গৃহীত সামাজিক সংস্কার কর্মসূচিকে ভারতীয়রা ভালো চোখে নেননি।
৫) পুলিশের অত্যাচার ও শোষণ :
উইলিয়াম এডওয়ার্ডস নামে একজন কোম্পানির কর্মচারী মতে, জনসাধারণের কাছে পুলিশ ছিল রীতিমতো ‘বিভীষিকাজনক বস্তু’(a scourge to the people)। সরকারের উপর জনসাধারণের বিরাগ ভাজনের মূল কারণ হল পুলিশের এই অত্যাচার ও শোষণমূলক ভূমিকা।
৬) ইংরেজদের প্রতি সন্দেহ ও অবিশ্বাস :
ভারতীয়দের প্রতি ইংরেজদের বিজেতা সুলভ এবং ঔদ্ধত্যপূর্ণ আচার-আচরণের কারণে ভারতীয়রা ইংরেজদের সন্দেহ এবং অবিশ্বাসের চোখে দেখতে শুরু করে। পরবর্তীতে ইংরেজি শিক্ষার প্রবর্তন, রেলপথ তৈরি, টেলিগ্রাফ ব্যবস্থা চালু এবং আইনের শাসন শুরু করলেন ভারতীয়রা ক্ষুব্ধ হয়।
উপসংহার :
এভাবেই ভারতীয় সমাজের নানা স্তরের মানুষের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে সন্দেহ, অবিশ্বাস এবং ক্ষোভের জন্ম হয়। ডক্টর রমেশ চন্দ্র মজুমদার লিখেছেন, দেশের বহু স্থানে সিপাহীদের বিদ্রোহ সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আন্দোলনের রূপ নেয়।
------------xx-----------
প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সামাজিক পটভূমি কী ছিল?
- যে যে সামাজিক পরিস্থিতিতে মহাবিদ্রোহ সংঘটিত হয়েছিল তা বর্ণনা করো।
- ভারতীয় জনসমাজের প্রতি ইংরেজদের বিজাতীয় মনোভাব মহাবিদ্রোহের জন্য কতটা দায়ী?
এই অধ্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ কী ছিল?
- মহাবিদ্রোহের সামাজিক কারণ কী ছিল?
- মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণ সংক্ষেপে লেখো।
- মহাবিদ্রোহের পেছনে ধর্মীয় কারণ কতটা গুরুত্বপূর্ণ ছিল?
- মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? এই কারণ কিভাবে মহাবিদ্রোহকে অবশ্যম্ভাবী করে তুলেছিল?
- মহাবিদ্রোহের সামরিক কারণ সংক্ষেপে আলোচনা করো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন