বার্লিন অবরোধ কী?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৫ সালে মিত্রপক্ষের কাছে জার্মানি আত্মসমর্পন করে। ইয়াল্টা সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে জার্মান রাজধানী বার্লিন শহর তারা ভাগাভাগি করে নেয়। বার্লিন শহরের এই ভাগাভাগি নিয়ে অচিরেই জটিলতা বা বিরোধ দেখা দেয়। এই বিরোধই বার্লিন সংকট নামে পরিচিত।
বার্লিন সংকটের সূত্র ধরেই রাশিয়া পশ্চিমি শক্তিগুলিকে বার্লিন ত্যাগ করতে বাধ্য করার উদ্যোগ নেয়। এই উদ্দেশ্যে তারা ১৯৪৮ সালের ২৪ জুলাই বার্লিনে প্রবেশের সড়কপথগুলি অবরোধ শুরু করে যা ইতিহাসে 'বার্লিন অবরোধ নামে পরিচিত। ফলে বার্লিনের প্রায় ২৫ লক্ষ মানুষ অনাহার ও চিকিৎসা হীনতার মুখোমুখি হয়। এই ঘটনা বার্লিন অবরোধ নামে পরিচিত।
বিস্তারিত জানো এখানে ক্লিক করে।
বিস্তারিত জানো এখানে ক্লিক করে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন