১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের পর ভারতীয় ইতিহাস চর্চায় ব্যাপক পরিবর্তন আসে। এই সময় জাতীয়তাবাদের সঙ্গে হিন্দু চেতনা যুক্ত হয়ে যায়। দাবি করা হয়, যেদিন মহম্মদ ঘোরী সিন্ধুনদ পার হয়েছিলেন, সেদিন থেকেই হিন্দু-মুসলমানদের জীবনমরন সংগ্রাম শুরু হয়েছিল। এই চেতনার দ্বারা প্রভাবিত হয়ে যে ইতিহাস লেখা হয় তা হিন্দু চেতনার ইতিহাস নামে পরিচিত।
ঔপনিবেশিক আধিপত্য কায়েম করার জন্য জেমস মিল এশিয়াটিক সোসাইটিকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা শুরু করেন। এই ইতিহাসের লক্ষ্য ছিল হিন্দু-মুসলিম বিভাজন নীতি গ্রহণ করে ব্রিটিশ শাসনকে সুদৃঢ় করা। মিলের দ্বারা প্রভাবিত হয়ে জাতীয়তাবাদী ঐতিহাসিকরা ভারতের ইতিহাসে হিন্দু চেতনার অনুপ্রবেশ ঘটালে হিন্দু চেতনার ইতিহাসের সূত্রপাত হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন