সাম্রাজ্যবাদের উৎপত্তি ও বিকাশ বিষয়ে হবসন ও লেনিন যে তত্ব উপস্হাপন করেছেন তা হবসন-লেনিন তত্ব নামে পরিচিত।
হবসন মতে -
১) পুঁজিপতি শ্রেণি তাদের উদবৃত্ত পুঁজি বিনিয়োগ, সস্তায় কাঁচামাল সংগ্রহ এবং শিল্পপণ্যের বাজার দখলের মাধ্যমে মুনাফা বাড়ানোর উদ্দেশ্যে উপনিবেশ দখলে সরকারকে বাধ্য করে।
২) সেই সঙ্গে তিনি বলেন, সম্পদের সুষম বন্টনের মাধ্যমে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ালে উদবৃত্ত শিল্পপণ্য দেশের জনগণই কিনতে পারবে। ফলে শিল্পপণ্য বিক্রি করার জন্য উপনিবেশ দখলের দরকার হয়না।
লেনিন তাঁর ব্যাখ্যায়, হবসনের মতের সঙ্গে সহমত পোষণ করে বলেন -
১) এই উপনিবেশ দখলের অবশ্যম্ভাবী পরিণতি হল উপনিবেশ দখলের লড়াই, যা প্ৰথম বিশ্বযুদ্ধ ডেকে এনেছে।
২) উপনিবেশ থেকে শোষিত অর্থের দ্বারা পুঁজিপতি শ্রেণী কিছু শ্রমিককে উৎকোচ দিয়ে একটি অনুগত ও অভিজাত শ্রমিক শ্রেনির জন্ম দেয়। এরা বিপ্লবের কথা ভুলে বুর্জোয়াদের সমর্থন করে।
হবসন ও লেনিনের এই তত্ত্বই হবসন-লেনিন তত্ত্ব নামে পরিচিত।
মূল বক্তব্য টা কি ছিল
উত্তরমুছুন