রাওলাট আইন কী? এই আইনের প্রেক্ষাপট ও শর্তগুলি উল্লেখ কর। এর বিরুদ্ধে ভারতীয়রা কী প্রতিক্রিয়া জানিয়েছিল?
অথবা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কী? এর প্রেক্ষাপট আলোচনা কর। এই ঘটনার কী প্রতিক্রিয়া হয়েছিল? অথবা, রাউলাট সত্যাগ্রহ কী ? এর পটভূমি আলোচনা কর। ব্রিটিশ সরকার কীভাবে এই আন্দোলন দমন করে? ভারতীয়রা কীভাবে এর প্রতিক্রিয়া জানায়? উত্তর : রাওলাট আইন কী ? ভারতীদের ব্রিটিশবিরোধী গণ-আন্দোলন ও বৈপ্লাবিক কার্যকলাপ বন্ধ করার জন্য বিচারপতি স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে পাঁচজন সদস্য নিয়ে রাওলাট কমিশন বা সিডনি কমিশন গঠিত হয়। এই কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৯১৯ সালে ভারতের কেন্দ্রীয় আইন সভা যে দমনমূলক আইন পাশ করে তা-ই 'রাওলাট আইন' নামে পরিচিত। আইনের প্রণয়নের প্রেক্ষাপট (কারণ) : ১৯১৯ সালে রাওলাট আইনের প্রেক্ষাপট আলোচনা করলে এই আইন প্রণয়নের কারণ অনুধাবন করা যায়। 'ভারত প্রতিরক্ষা আইনে'র মেয়াদ শেষ : প্রথম বিশ্বযুদ্ধের সময় তৈরি হওয়া এই আইনের মেয়াদ শেষ হলে নতুন আইনের প্রয়োজন হয়। মুসলিমদের ক্ষোভ : প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক পরাজিত হয়। ব্রিটিশ সরকারের মদতে তুরস্ক ব্যবচ্ছেদ হলে ভারতীয় মুসলিমরা ক্ষিপ্ত হয়ে ওঠে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষ :...