বৃটিশ আমলে ভারতে ইউরোপীয় পুঁজিপতিদের উদ্যোগে শিল্পের অগ্রগতির কারণ কী ছিলো? ভারতীয় মালিকানায় এদেশে শিল্পোদ্যোগের ক্ষেত্রে কী কী সমস্যা ছিল?
অথবা , ভারতে শিল্পবিকাশে ভারতীয়দের বাধাগুলি কী ছিল ? ব্রিটিশরা এক্ষেত্রে কেন সফল হয়েছিল ? ইউরোপীয় শিল্পোদ্যোগ ঔপনিবেশিক শাসনকালে ভারতে ইউরোপীয়দের উদ্যোগে সর্বপ্রথম শিল্পের বিকাশ শুরু। মহাবিদ্রোহের (১৮৫৭) পর থেকে ভারতে শিল্পায়নের অগ্রগতি শুরু হয়। এই শিল্প বিকাশের কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এগুলি হল – 1) ভারতীয় উদ্যোগের বিরোধিতা । ইউরোপীয় শিল্পপতিরা ভারতীয় শিল্পোদ্যোগের বিরোধিতা করতেন । কারণ , তারা মনে করতেন ভারতীয় উদ্যোগের ফলে তাদের ভারতীয় বাজার ও কাঁচামাল হাতছাড়া হবে । 2) ভোগ্যপণ্য প্রস্তুতি । ভারতে ভারী বা মূলধন সৃষ্টিকারী শিল্প (যেমন – যন্ত্রপাতি , লৌহ-ইস্পাত ইত্যাদি) গড়ে তুলতে চাননি । মূলতঃ ভোগ্যপণ্যের সঙ্গে যুক্ত শিল্পে পুঁজি বিনিয়োগ করতেন । ইউরোপীয় শিল্পবিকাশের কারণ । ভারতে ইউরোপীয় শিল্পপতিদের শিল্পোদ্যোগ গ্রহণের বিভিন্ন কারণ ছিল । সেগুলি হল – 1) সস্তা কাঁচামাল । ভারত ছিল মূলত কৃষিপ্রধান দেশ । তাই এখানে সস্তায় প্রচুর শিল্পের উপযোগী কাঁচামাল পাওয়া যেত । 2) সুলভ শ্রমিক । প্রচুর জনসংখ্যার কারণে এখানে সামান্য মজুর...